Apple iPad Air 2020
অ্যাপলের নতুন আইপ্যাড এয়ার 2020
অ্যাপল কোম্পানি এফোর্ট এবং প্রাইস এ বাজারে আনছে অ্যাপল আইপ্যাড এয়ার। যার টপ বাটন এ থাকছে ফিংগার লক বা টাচ আইডির সুবিধা। পাঁচটি গর্জিয়াস কালারের আইপ্যাড মিলবে বাজারে। গোল্ড, রোজ গোল্ড, গ্রীন, স্কাই ব্লু ও স্পেস গ্রে।
আইপ্যাড এয়ার টিভি ডিসপ্লে সাইজ হবে 10 দশমিক 9 ইঞ্চি এবং ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে লিকুইট রেটিনা ডিসপ্লে। শুধু তাই নয় আইপ্যাড এয়ারের যুক্ত করা হয়েছে ফোর্টিন বায়োনিক চিপ। রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হয়েছে 7 মেগাপিক্সেলের।
এতে আরো যুক্ত হয়েছে অ্যাডভান্স টেকনোলজি যেমন p3 হোয়াইড কালার ট্রু টোন টেকনোলজি এন্টি রিফ্লেক্টিভ কোটিন। হোম বাটন হিসাবে আইপ্যাডকে আরে ব্যবহার করা হয়েছে শক্তিশালী সেন্সর টপ বাটন।
আইপ্যাড এয়ারের সাথে থাকছে আপল পেন্সিল। আইপ্যাড এয়ার ও পেন্সিল ম্যাগনেটিক ম্য হওয়ায় আইপ্যাড এয়ারের বডির সাথে রাখা যাবে পেন্সিল। তাই হাজার টাকা দামের পেন্সিল হারানোর ভয় আর থাকছে না।
আইপ্যাড এয়ার ইউএসবি সি টাইপ যার জন্য প্রতি সেকেন্ডে 5 গিগাবাইট ফাইল ট্রান্সফার করা সম্ভব। পূর্বে আইপ্যাড এয়ারের তুলনায় 10 গুণ ফাস্টার।
আইপ্যাড এয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে 599 ডলার থেকে। অক্টোবর মাসে পাওয়া যাবে আইপ্যাড এয়ার ।
No comments