কেন দই খাবেন?
আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন দই থাকে না । থাকলেও মিষ্টি দই খেতে আমরা অভ্যস্ত।কিন্তু টক দইয়ের উপকার মিষ্টি দইয়ে পুরোপুরি পাওয়া যায় না । আসুন জেনে নিই দইয়ের গুনাগুন এবং
উপকারের কথা -
উপকারের কথা -
- দই থেকে তৈরি ঘোল লাচ্ছি খেলে পেট গরম ,পেটের গ্যাস এমন কি সর্দি হলেও উপমোশ হয়।
- দই পাকস্থলিতে খাবারের পচন রোধ করে ।
- পেটের ঘা সারতে দই খুব উপকারী।
- অল্প বয়সে ছুল পাকা বন্ধ করে।
- দই কোষ্ঠকাঠিন্য দূর করে।
- দই মানুষের শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস গ্রহনে সাহায্য করে।
- যারা দুধ খেলে হজম হয়না তারা দই খতে পারেন কারন দই খেলে হজম হয়।
- দই নানা ধরনের রোগ প্রতিরোধে সাহায্য করে এমনকি ক্যান্সার এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে । তাই বলা হয় দই খেলে আয়ু বাড়ে।
সতর্কতাঃ
- কখনো তিন/চার দিনের বেশি বাশি দই খাবেন না,এতে বিপদ হতে পারে।
- Bacterial food poison, bacterial dysentry or fungal food poison এর সম্ভবনা আছে।
- ঘরোয়া পাতা দই সবচেয়ে ভালো।
- স্কিমড মিল্ক বা মাখন তোলা দধ থেকে তৈরী দই সব থেকে ভালো এবং সাস্থসম্মত। এক্ষেত্রে বাড়তি ফ্যাট অ কোলেস্টেরল গ্রহন থেকে আপনি বিরত থাকবেন।
No comments